কলকাতা হাই কোর্টে কাজের জন্য ১৫৯ জন কর্মী নেওয়ার বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। স্থায়ী পদে কর্মী নেওয়া হবে। প্রার্থী বাছাই হবে লিখিত পরীক্ষা, টাইপিং টেস্ট ও ইন্টারভিউ এর মাধ্যমে।
Calcutta High Court Recruitment 2021 |153 Data Entry Operator, 3 System Analyst, 2 System Manager, 1 Senior Programmer -Online Apply Link
পদ ও শিক্ষাগত যোগ্যতাঃ- কোন পদের জন্য কি রকম যোগ্যতা দরকার তা নিচে দেওয়া হলো –
ডাটা এন্ট্রি অপারেটর পদের জন্য ১৫৩ টি শূন্যপদ রয়েছে, এই পদের জন্য শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে মাধ্যমিক পাশ, ১ বছরের ডিপ্লোমা কম্পিউটার সার্টিফিকেট কোর্স পাশ ও ঘন্টায় ৮০০০ কি ডিপ্রেশনে টাইপিং। এই পদের জন্য বেতন ২২৭০০/- – ৫৮৫০০/- টাকা পর্যন্ত। এই পদে আবেদন জন্য SC/ST প্রার্থীদের ৪০০/- টাকা ও সাধারণত ও ওবিসি প্রার্থীদের ৮০০/- টাকা জমা দিতে হবে। এই পদে নিয়োগের জন্য প্রথমে ১০০ নাম্বারের লিখিত পরীক্ষা হবে এই পরীক্ষায় সফল হলে টাইপিং টেস্ট হবে এবং এখানে সফল হলে ১০০ নাম্বারের ইন্টারভিউ।
System Analyst (সিস্টেম এনালিস্ট) পদের জন্য ৩ টি শূন্যপদ রয়েছে। এই পদে আবেদনের জন্য প্রার্থীদের বয়স হতে হবে ২৬-৪০ বছরের মধ্যে। এই পদে নিয়োগের জন্য প্রথমে ২০০ নাম্বারের লিখিত পরীক্ষা হবে এখানে সফল হলে ৫০ নাম্বারের ইন্টারভিউ এর মাধ্যমে নিয়োগ হবে।
Senior Programmer (সিনিয়র প্রোগ্রামার) পদের জন্য ১ টি শূন্যপদ রয়েছে। এই পদে আবেদনের জন্য প্রার্থীদের বয়স হতে হবে ৩১-৪৫ বছরের মধ্যে। এই পদে নিয়োগের জন্য প্রথমে ২০০ নাম্বারের লিখিত পরীক্ষা হবে এখানে সফল হলে ৫০ নাম্বারের ইন্টারভিউ এর মাধ্যমে নিয়োগ হবে।
সিস্টেম ম্যানেজার পদের জন্য ২ টি শূন্যপদ রয়েছে, এই পদে আবেদনের জন্য প্রার্থীদের বয়স হতে হবে ৩১-৪৫ বছরের মধ্যে। এই পদে নিয়োগের জন্য প্রথমে ২০০ নাম্বারের লিখিত পরীক্ষা হবে এখানে সফল হলে ৫০ নাম্বারের ইন্টারভিউ এর মাধ্যমে নিয়োগ হবে।
ইচ্ছুক প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারেন ১১ ই জানুয়ারি ২০২১- ২৭ শে জানুয়ারি ২০২১ তারিখের মধ্যে কলকাতা হাইকোর্টের অফিশিয়াল ওয়েবসাইটের মাধ্যমে। ওয়েবসাইটের লিংক:- https://www.calcuttahighcourt.gov.in/Notices/recruiment-notice
Online Apply Link:- https://onlinereg.co.in/chc0421reg/index.html
সবধরনের চাকরির আপডেট পেতে ভিজিট করুন https://freesarkarijobalert.in
- WBP Primary Tet 2017 Question Paper PDF Download
- Indian Army Group C Recruitment 2022
- ESIC West Bengal Recruitment-2022 Total 320 UDC, Steno & MTS Posts @esic.nic.in; Apply Online
- রাজ্য স্বাস্থ্যদপ্তরে উচ্চমাধ্যমিক পাশে কর্মী নেওয়ার বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে
- ভারতের প্রতিরক্ষা মন্ত্রকের অধীনে গ্রুপ সি সিভিলিয়ান পদে নিয়োগ ২০২১
dada ami b.tech computer science pass korechi…tahole ki apply korte parbo?? korte parle education er jaigai ki select korbo??
Plz job help me