দিল্লি পুলিশ মোট ৫৮৪৬ জন এক্সিকিউটিভ মেল ও ফিমেল কনস্টেবল নিচ্ছে। সারা ভারতের চাকরি প্রার্থীরা এই সব পদের জন্য আবেদন করতে পারবেন। উচ্চমাধ্যমিক পাশ হলেই ছেলে মেয়েরা আবেদন যোগ্য ।
Delhi Police 5846 Constable Recruitment
উপরিউক্ত কনস্টেবল পদ গুলোর জন্য বয়স হতে হবে ১৮-২৫ বছর (০১-০৭-২০২০ হিসেবে ) । ছেলেমেয়েরা উভয়েই আবেদন যোগ্য তবে ছেলেদের ক্ষেত্রে মোটর বাইক বা লাইট মোটর ভ্যাহিকেল চালানোর বৈধ লাইসেন্স থাকতে হবে। তফশিলী জাতি, উপজাতি ও ওবিসিরা যথাক্রমে ৫ ও ৩ বছর বয়সে ছাড় পাবেন। বিবাহ বিচ্ছিন্না মহিলারা পুনরায় বিবাহ না করে থাকলে ৫ বছর বয়ছে ছাড় পাবে । এক্ষেত্রে বিশেষ ভাবে উল্লেখযোগ্য যে কেন্দ্রীয় ওবিসি তালিকায় ও দিল্লি রাজ্য সরকারের ওবিসি তালিকায় অন্তর্ভুক্ত প্রার্থীরা শুধু মাত্র বয়সে ৩ বছরের ছাড় পাবেন।
Delhi Police Constable Recruitment 2020 Physical Criteria
শারিরীক মাপজোক হতে হবে ছেলে দের বেলায় লম্বায় ১৭০ সেন্টিমিটার ও বুকের ছাতি ফুলিয়ে ৮৫ সেন্টিমিটার, না ফুলিয়ে ৮১ সেন্টিমিটার। তফশিলী উপজাতি ও পার্বত্য এলাকার প্রার্থীদের বেলায় উচ্চতায় ৫ সেন্টিমিটার ও বুকের ছাতিতে ৪ সেন্টিমিটার ছাড় পাবেন । ভালো স্বাস্থ্য হতে হবে ও শরীরে কোনো কঠিন রোগ থাকলে আবেদন যোগ্য নন। চশমা ছাড়াই প্রার্থীদের চোখের দৃষ্টি শক্তি হতে হবে ৬/১২ ।
Delhi Police Constable Salary :-
বেতন :- ২১৭০০/- – ৬৯১০০/- টাকা পর্যন্ত ।
Delhi Police Constable Recruitment total Vacancy :-
মোট শূন্যপদ রয়েছে ৫৮৪৬ টি । যার মধ্যে কনস্টেবল এক্সিকিউটিভ মেল পদে ৩৪৩৩ টি, কনস্টেবল এক্সিকিউটিভ ফিমেল পদে ১৯৪৪ টি ও মেল কনস্টেবল প্রক্তন সমরকর্মী দের জন্য ৪৬৯ টি শূন্যপদ রয়েছে ।।
প্রার্থী বাছাই হবে কেন্দ্রীয় স্টাফ সিলেকশন কমিশনের মাধ্যমে। স্টাফ সিলেকশন কমিশনের আয়োজিত অন্যান্য পরীক্ষার মতো এই পরীক্ষাতেও এই রাজ্যে প্রার্থীদের নিম্নউল্লিখিত কেন্দ্র গুলোতে পরীক্ষা দেবার সুযোগ রয়েছে – কোলকাতা, শিলিগুড়ি, হুগলি, ভুবনেশ্বর, গুয়াহাটি ইত্যাদি কেন্দ্রে ।
Delhi Police Constable recruitment Exam Syllabus & Pattern
এই পরীক্ষার ধরন যেরকম সেটা হলো ১০০ নম্বরের ১০০ টি মাল্টিপল চয়েজ প্রশ্ন থাকবে, যার মধ্যে ১. রিজিনিং ২৫ নম্বর ২. জেনারেল নলেজ ও কারেন্ট অ্যাফেয়ার্স ৫০ নম্বর ৩. কম্পিউটার ১০ নম্বর ও ৪. নিউমেরিক্যাল এবিলিটি ১৫ নম্বর ।
পরীক্ষায় সময় থাকবে দেড় ঘন্টা । অনলাইন কম্পিউটারে পরীক্ষার হবে । পরীক্ষায় নেগেটিভ মার্কিং আছে, ৪ টি ভুলের জন্য ১ নম্বর কাঁটা যাবে ।পরীক্ষায় প্রশ্নের ভাষা হবে ইংরেজি। এই পরীক্ষায় সফল হলে শারীরিক মাপজোখ ও শারীরিক সক্ষমতার পরীক্ষা হবে যেটা দিল্লি পুলিশের মাধ্যমে সম্পন্ন হবে ।
৩০ বছর বয়সের মধ্যে ছেলেদের বেলায় ৬ মিনিটে ১৬০০ মিটার দৌড়, ১৪ ফুট লং জাম্প, ৩ ফুট ৯ ইঞ্চি হাই জাম্প। ৩০ থেকে ৪০ বছর বয়সী ছেলেদের বেলায় ৭ মিনিটে ১৬০০ মিটার দৌড়, ১৩ ফুট লং জাম্প, ৩ ফুট ৬ ইঞ্চি হাই জাম্প।
৩০ বছর বয়স পর্যন্ত মেয়েদের বেলায় ৮ মিনিটে ১৬০০ মিটার দৌড়, ১০ ফুট লং জাম্প, ৩ ফুট হাই জাম্প। ৩০ থেকে ৪০ বছর বয়স পর্যন্ত মেয়েদের বেলায় ৯ মিনিটে ১৬০০ মিটার দৌড়, ৯ ফুট লং জাম্প, ২ ফুট হাই জাম্প। দৌড়ে সফল প্রার্থীরাই শুধু লং জাম্প ও হাই জাম্প দেবার সুযোগ পাবেন। এই পরীক্ষায় কোনো ইন্টারভিউ নেই।
How to Apply Online Delhi Police 5846 Constable Recruitment 2020
আবেদন করবেন অনলাইনে ১ লা আগষ্ট থেকে ৭ ই সেপ্টেম্বর ২০২০ তারিখের মধ্যে। প্রার্থীদের অনলাইনে আবেদন করতে হবে https://ssc.nic.in এই ওয়েবসাইট থেকে। যাদের পুুরোনো রেজিষ্ট্রেশন করা আছে তারা তাদের সেই রেজিষ্ট্রেশন নাম্বার দিয়ে ওয়েবসাইটে লগইন করে ফর্ম ফিলাপ করতে পারবেন। যারা আগে কোনো বার স্টাফ সিলেকশনের পরীক্ষার জন্য ফর্ম ফিলাপ করেননি তাঁরা প্রথমে রেজিশট্রেশন করে নিন ।
বিস্তারিত জানার জন্য ভিজিট করুন https://ssc.nic.in https://delhipolice.nic.in
কিভাবে ফরম ফিলাপ করবেন জানতে সাবস্ক্রাইব করুন https://bit.ly/ksoytube
পিএসসি ক্লার্কশিপ পদের পরীক্ষার রেজাল্ট বেড়িয়েছে https://freesarkarijobalert.in/wbpsc-clerkship-exam-results/
Download Karmasangsthan Paper
Want this week paper PDF
I am a student
Excellent service by Karmasangsthan
Thank You
Sundor post
Thank You
Plz download korar link ta den
dewa aache kindly valo kore check korun
Thanks
Nice
Give me the download link