এমপ্লয়িজ স্টেট ইন্স্যুরেন্স কর্পোরেশন(Employees’ State Insurance Corporation) পশ্চিমবঙ্গ ও সিকিম রিজিওনের জন্য আপার ডিভিশন ক্লার্ক, স্টেনোগ্রাফার, মাল্টি টাস্কিং স্টাফ পদে কর্মী নেওয়ার জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। চাকরি প্রার্থীদের সুবিধার্থে বিস্তারিত তথ্য তুলে ধরা হলো
ESIC ভারতীয় নাগরিকদের থেকে মোট ৩২০ টি শূন্যপদ পুরনের জন্য নির্দিষ্ট তারিখের মধ্যে শুধুমাত্র অনলাইন আবেদন করার জন্য নোটিশ দিয়েছে। চাকরি প্রার্থীরা ১৫-০১-২০২২ থেকে ১৫-০২-২০২২ তারিখের মধ্যে অনলাইনে আবেদন করতে পারবেন। আবেদন করতে প্রার্থীদের অফিশিয়াল ওয়েবসাইট https://esic.nic.in/recruitment ভিজিট করতে হবে। কিভাবে অনলাইনে আবেদন করবেন তা জানতে আমাদের ইউটিউব চ্যানেল Karmasangsthan Online ফলো করুন।
আপার ডিভিশন ক্লার্ক পদে মোট ১১৩ টি শূন্যপদ আছে(UR-57, OBC-15, SC-25, ST-05, EWS-11)। এই পদের জন্য প্রার্থীদের অবশ্যই কোনো বিশ্ববিদ্যালয় থেকে যে কোনো শাখায় গ্রাজুয়েট হতে হবে ও সাথে কম্পিটারের জ্ঞান থাকতে হবে। প্রার্থীদের বয়স হতে হবে ১৮-২৭ বছরের মধ্যে।
স্টেনোগ্রাফার পদে মোট ৪ টি শূন্যপদ আছে( UR-02,SC-01, ST-01)। প্রার্থীদের এই পদে আবেদন করার জন্য উচ্চমাধ্যমিক পাশ ও শর্টহ্যান্ড জানতে হবে৷ বয়স হতে হবে ১৮-২৭ বছরের মধ্যে।
মাল্টি টাস্কিং স্টাফ পদে মোট ২০৩ টি শূন্যপদ আছে (UR-82, OBC-43, SC-49, ST-09, EWS-20)। প্রার্থীদের শুধুমাত্র মাধ্যমিক পাশ হতে হবে। প্রার্থীদের বয়স হতে হবে ১৮-২৫ বছরের মধ্যে।
সরকারী নিয়মানুযায়ী SC,ST,OBC,PWD প্রার্থীদের বয়সের ছাড় রয়েছে।
আবেদন ফিঃ SC/ST/PWD ও মহিলা প্রার্থীদের আবেদন ফি ২৫০/- টাকা ও বাকিদের ৫০০/- অনলাইনে পেমেন্ট করতে হবে।