দি ইন্সটিটিউট অফ ব্যাংকিং পার্সনাল সিলেকশন (IBPS) ৬৪৭ স্পেশালিস্ট অফিসার পদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। কমন রিক্রুটমেন্ট প্রসেসের মাধ্যমে ১১ টি ব্যাংকের জন্য এই সব পদে নিয়োগ হবে। চাকরি প্রার্থীদের সুবিধার জন্য বিস্তারিত ভাবে এই পোস্টে আলোচনা করা হচ্ছে –
- যেসব পদে নিয়োগ করা হবে সেগুলো হলো:-
- ১. মার্কেটিং অফিসার
- ২. এগ্রিকালচার ফিল্ড অফিসার
- ৩. ল অফিসার
- ৪. হিউম্যান রিসোর্স (HR) / পার্সোনাল অফিসার
- ৫. আইটি অফিসার
- ৬. রাজভাষা আধিকারি
IBPS SO Notification 2020, Eligibility Criteria, Syllabus, Exam Date, Admit Card Download
গুরুত্বপূর্ণ তারিখঃ-
- অনলাইন রেজিস্টেশন :- ০২/১১/২০২০ থেকে ২৩/১১/২০২০
- আবেদন ফি জমা দেওয়া যাবে :- ০২/১১/২০২০ থেকে ২৩/১১/২০২০
- প্রিলিমিনারি পরীক্ষার এডমিট কার্ড ডাউনলোড :- ডিসেম্বর ২০২০
- প্রিলিমিনারি পরীক্ষার তারিখ :- ২৬/১২/২০২০ ও ২৭/১২/২০২০
- প্রিলিমিনারি পরীক্ষার রেজাল্ট প্রকাশ হবে :- জানুয়ারি ২০২১
- মেইন পরীক্ষার এডমিট কার্ড ডাউনলোড শুরু:- জানুয়ারি ২০২১
- মেইন পরীক্ষার তারিখ:- ২৪/০১/২০২১
- মেইন পরীক্ষার রেজাল্ট :- ফেব্রুয়ারী ২০২১
এই সব পদে আবেদন করতে চাকরি প্রার্থীদের বয়স হবে ০১/১১/২০২০ হিসেবে ২০-৩০ বছরের মধ্যে তবে তপশিলি জাতি/ উপজাতি, ওবিসি , শারিরীক প্রতিবন্ধী ও এক্স সার্ভিসম্যান-রা যথারীতি বয়সের ছাড় পাবেন।
পরীক্ষার ধরনঃ-
অনলাইন প্রিলিমিনারি পরীক্ষা:- ১২৫ নাম্বার, সময় ১২০ মিনিট মেইন পরীক্ষা (রাজভাষা অধিকারি বাদে) ৬০ নম্বরের ও সময় ৪৫ মিনিট, রাজভাষা অধিকারি পদের বেলায় ৬০ নম্বরের সময় থাকবে ৬০ মিনিট।
পরীক্ষাকেন্দ্র :-
সারা ভারতে বিভিন্ন কেন্দ্রে পরীক্ষা নেওয়া হবে।
কিভাবে আবেদন করবেন:-
অনলাইনে আবেদন করতে সবচেয়ে প্রথমে ভিজিট করতে হবে আইবিপিএস এর অফিসিয়াল ওয়েবসাইটে। https://ibps.in
অনলাইনে আবেদন করার পূর্বে প্রার্থীদের ফটো, সিগনেচার, আঙ্গুলের ছাপ ও সেল্ফ ডিক্লেয়ারেশন নির্দিষ্ট সাইজে স্ক্যান করে রাখতে হবে।
রেজিষ্ট্রেশন সম্পূর্ণ হওয়ার পর ফি অনলাইনে জমা দিতে হবে, সাধারণ প্রার্থী ও ওবিসি দের ৮৫০/- টাকা ও তপশিলি জাতি, উপজাতি ও প্রতিবন্ধী দের ১৭৫/- টাকা।
আবেদন সফল হলে রিসিপ্ট কপি প্রিন্ট করে নিজের কাছে রেখে দেবেন।
Karmasangsthan Paper 7th November 2020 Download Link
এই সপ্তাহের কর্মসংস্থান পেপার ডাউনলোড করতে নিচে দেওয়া ফর্মটি ফিলাপ করুন ও আপনার ইমেইল চেক করুন।
- WBP Primary Tet 2017 Question Paper PDF Download
- Indian Army Group C Recruitment 2022
- ESIC West Bengal Recruitment-2022 Total 320 UDC, Steno & MTS Posts @esic.nic.in; Apply Online
- রাজ্য স্বাস্থ্যদপ্তরে উচ্চমাধ্যমিক পাশে কর্মী নেওয়ার বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে
- ভারতের প্রতিরক্ষা মন্ত্রকের অধীনে গ্রুপ সি সিভিলিয়ান পদে নিয়োগ ২০২১