নবোদয় বিদ্যালয় সমিতির অধীনে বিভিন্ন রিজিওনাল অফিসে কাজের জন্য পোস্ট গ্রাজুয়েট শিক্ষক, ট্রেন্ড গ্রাজুয়েট শিক্ষক ও লাইব্রেরিয়ান পদে ৪৫৪ শিক্ষক ও শিক্ষিকা নেওয়ার বিজ্ঞপ্তি প্রাকাশিত হয়েছে। যারা আবেদন করতে ইচ্ছুক তাদের জন্য এই পোস্ট। কারা কোন পদের জন্য আবেদন করতে পারবেনঃ-
Navodaya Vidyalaya Recruitment 2020, Navodaya Vidyalaya Samiti Teacher Recruitment 2020
ট্রেন্ড গ্রাজুয়েট টিচার (সাইন্স) :- বটানি, জুলজি ও কেমিস্ট্রি বিষয়ে পাস বা অনার্স গ্রাজুয়েট রা মোট অন্তত ৫০% নম্বর পেয়ে থাকলে আবেদন করতে পারেন। রিজিওনাল কলেজ অফ এডুকেশন বা এনসিইটি মান্যতা প্রাপ্ত প্রতিষ্ঠান থেকে মোট অন্তত ৫০% নম্বর ও সংশ্লিষ্ট বিষয়ে অন্তত ৫০% নম্বর পেয়ে ৪ বছরের ইন্টিগ্রেটেড কোর্স পাশ হলেও আবেদন যোগ্য।

টেন্ড গ্রাজুয়েট টিচারঃ- অংক, ফিজিক্স ও কেমিস্ট্রি পাস বা অনার্স গ্রাজুয়েট রা মোট অন্তত ৫০% নম্বর পেয়ে থাকলে আবেদন করতে পারেন। রিজিওনাল কলেজ অফ এডুকেশন বা এনসিইটি মান্যতা প্রাপ্ত প্রতিষ্ঠান থেকে মোট অন্তত ৫০% নম্বর ও সংশ্লিষ্ট বিষয়ে অন্তত ৫০% নম্বর পেয়ে ৪ বছরের ইন্টিগ্রেটেড কোর্স পাশ হলেও আবেদন যোগ্য। মোট শূন্যপদ- ৪৮ টি।
ট্রেন্ড গ্রাজুয়েট টিচার (সোশ্যাল সাইন্স)ঃ – ভুগোল, ইকনমিক্স বা রাষ্ট্রবিজ্ঞান, ইতিহাসের অনার্স গ্রাজুয়েট রা মোট অন্তত ৫০% নম্বর পেয়ে থাকলে আবেদন করতে পারেন। রিজিওনাল কলেজ অফ এডুকেশন বা এনসিইটি মান্যতা প্রাপ্ত প্রতিষ্ঠান থেকে মোট অন্তত ৫০% নম্বর ও সংশ্লিষ্ট বিষয়ে অন্তত ৫০% নম্বর পেয়ে ৪ বছরের ইন্টিগ্রেটেড কোর্স পাশ হলেও আবেদন যোগ্য।
ট্রেন্ড গ্রাজুয়েট টিচার(হিন্দি/ইংরেজি):- হিন্দি বা বিষয় নিয়ে পাস বা অনার্স গ্রাজুয়েট রা মোট অন্তত ৫০% নম্বর পেয়ে থাকলে আবেদন করতে পারেন। রিজিওনাল কলেজ অফ এডুকেশন বা এনসিইটি মান্যতা প্রাপ্ত প্রতিষ্ঠান থেকে মোট অন্তত ৫০% নম্বর ও সংশ্লিষ্ট বিষয়ে অন্তত ৫০% নম্বর পেয়ে ৪ বছরের ইন্টিগ্রেটেড কোর্স পাশ হলেও আবেদন যোগ্য। শূন্যপদঃ- হিন্দি বিষয়ে ৪৮ টি ও ইংরেজি বিষয়ে ৩১ টি।
ট্রেন্ড গ্রাজুয়েট টিচার (ফিজিক্যাল এডুকেশন) :- ফিজিক্যাল এডুকেশনে গ্রাজুয়েটরা মোট অন্তত ৫০% নম্বর পেয়ে থাকলে আবেদন করতে পারেন। মোট অন্তত ৫০% নম্বর পেয়ে ডিপিএড কোর্স পাস হলেও আবেদন যোগ্য। শূন্যপদ-৪৩ টি ।
লাইব্রেরীয়ান :- যে কোনো শাখায় গ্রাজুয়েটরা মোট অন্তত ৫০% নম্বর পেয়ে থাকলে আবেদন যোগ্য। কোনো স্বীকৃত প্রতিষ্ঠান থেকে ১ বছরের লাইব্রেরি সাইন্সের ডিগ্রী কোর্স পাশ হতে হবে।শূন্যপদ- ১২ টি।
উপরের সব পদের বেলায় বি.এড কোর্স পাশ হতে হবে এবং সিটেট পরীক্ষায় সফল হয়ে থাকলে অগ্রাধিকার পাবেন। মাইনেঃ- ৩১২৫০/- টাকা
- West Bengal Co-operative Service Commission Recruitment 2021
- SSC Multi Tasking Staff Recruitment 2021: Eligibility,Exam Date,Online Apply Process
- WBP Constable Recruitment 2021: Apply Online for 8632 Post
- WBP SI & LSI Recruitment 2021-Apply Online for 1088 Post
- WBMSC Recruitment 2021: Birsingha Development Authority
পোস্ট গ্রাজুয়েট টিচার(ইংরেজি):- মোট অন্তত ৫০% নম্বর নিয়ে ইংরেজি বিষয়ে পোস্ট গ্রাজুয়েট পাশরা আবেদন করতে পারবেন। রিজিওনাল কলেজ অফ এডুকেশন বা এনসিইটি মান্যতা প্রাপ্ত প্রতিষ্ঠান থেকে মোট অন্তত ৫০% নম্বর পেয়ে ২ বছরের ইন্টিগ্রেটেড কোর্স পাশ হলেও আবেদন যোগ্য।
পোস্ট গ্রাজুয়েট টিচার(হিন্দি):- মোট অন্তত ৫০% নম্বর নিয়ে হিন্দি বিষয়ে পোস্ট গ্রাজুয়েট পাশরা আবেদন করতে পারবেন। রিজিওনাল কলেজ অফ এডুকেশন বা এনসিইটি মান্যতা প্রাপ্ত প্রতিষ্ঠান থেকে মোট অন্তত ৫০% নম্বর পেয়ে ২ বছরের ইন্টিগ্রেটেড কোর্স পাশ হলেও আবেদন যোগ্য। শূন্যপদ- ১৬ টি।
পোস্ট গ্রাজুয়েট টিচার ( ফিজিক্স, কেমিস্ট্রি, বায়ো কেমিস্ট্রি, ইকনমিক্স, অংক) :- মোট অন্তত ৫০% নম্বর নিয়ে সংশ্লিষ্ট বিষয় পোস্ট গ্রাজুয়েট পাশরা আবেদন করতে পারবেন।রিজিওনাল কলেজ অফ এডুকেশন বা এনসিইটি মান্যতা প্রাপ্ত প্রতিষ্ঠান থেকে মোট অন্তত ৫০% নম্বর পেয়ে ২ বছরের ইন্টিগ্রেটেড কোর্স পাশ হলেও আবেদন যোগ্য। পোস্ট গ্রাজুয়েট টিচার (আই.টি) :- ৫০% নম্বই নিয়ে বিই, বিটেক পাশরা ৫০% নম্বর পেয়ে কম্পিউটারের পোস্ট গ্রাজুয়েট ডিল্পোমা কোর্স পাশ হলেও আবেদন যোগ্য। কম্পিউটার অ্যাপ্লিকেশনে ৫০% নম্বর নিয়ে পোস্ট গ্রাজুয়েট কোর্স পাশ হলে আবেদন যোগ্য।
পোস্ট গ্রাজুয়েট টিচার পদের বেলায় বি.এড কোর্স পাশ হতে হবে। মাইনে ৩২৫০০/- টাকা প্রার্থী বাছাই হবে লিখিত পরীক্ষার মাধ্যমে। দরখাস্ত করতে হবে ইমেইল মারফত। আবেদন ফর্ম প্রিন্ট করে ফিলাপ করে তা স্ক্যান করে ১১ ই সেপ্টেম্বরের মধ্যে [email protected] এই মেইল আইডিতে পাঠাতে হবে। বিস্তারিত পাবেন navodaya.gov.in ওয়েবসাইটে।
এই সপ্তাহের কর্মসংস্থান পেপার ডাউনলোড করতে নিচে দেওয়া ফর্ম সাবমিট করে আপনার ইমেইল চেক করুন সেখানে ফাইল অটোমেটিক চলে যাবে।
Very good