Presidency University invites applications for the posts of Junior Library Assistant (Twenty Three Post),Technical Assistant Gr.-II (Four Post), Junior Assistant (Seventy Eight Post), Junior Peon (Fifteen Post). Last Date: 04/08/2022
কলকাতা প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ের নন টিচিং স্টাফ পদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে ইতিমধ্যেই। পশ্চিমবঙ্গের যে কোন জেলা থেকে প্রার্থীরা এই পদে নিয়োগের জন্য আবেদন করতে পারবেন। বিস্তারিত তথ্য নিম্নে দেওয়া হল—-
পদের বিবরনঃ—-
জুনিয়র পিয়ন :- শূন্য পদ আছে —- ১৫ টি।(UR-৭টি,SC-৫টি,ST-১টি,OBC-১টি,PH-১টি) বেতন —- ১৮,৫০০-৪৭,৬০০টাকা (লেভেল ১)
শিক্ষাগত যোগ্যতা:- আবেদনকারীকে অষ্টম শ্রেণী পাস হতে হবে।এক বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে সংশ্লিষ্ট ক্ষেত্রে। ইংরেজিতে জ্ঞান থাকা অবশ্যক।
টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট Gr II :- শূন্য পদ আছে —- ৪ টি।(UR-২টি,SC-১টি,ST-১টি) বেতন —- ৩৫,৮০০-৯২,১০০টাকা (লেভেল ৮)
শিক্ষাগত যোগ্যতা:- B.Sc/ BCA/ বা ইঞ্জিনিয়ারিং এ ডিপ্লোমা করে থাকলে আবেদন করতে পারেন।
জুনিয়র অ্যাসিস্ট্যান্ট :- শূন্য পদ আছে —- ৭৮ টি।(UR-৪১টি,SC-১৭টি,ST-৫টি,OBC-১৩টি,PH-২টি) বেতন —- ২৭,৫০০-৭০,৬০০টাকা (লেভেল ৫)
শিক্ষাগত যোগ্যতা :- উচ্চমাধ্যমিক পাশ হতে হবে। ব্যাচেলর ডিগ্রি পাস করে থাকলেও হবে।ইংরেজিতে দক্ষ হতে হবে। এক বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে সংশ্লিষ্ট ক্ষেত্রে।
জুনিয়র পিয়ন:- শূন্য পদ আছে —- ১৫ টি।(UR-৭টি,SC-৫টি,ST-১টি,OBC-১টি,PH-১টি) বেতন —- ১৮,৫০০-৪৭,৬০০টাকা (লেভেল ১)
শিক্ষাগত যোগ্যতা:- আবেদনকারীকে অষ্টম শ্রেণী পাস হতে হবে।এক বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে সংশ্লিষ্ট ক্ষেত্রে। ইংরেজিতে জ্ঞান থাকা অবশ্যক।
রাজ্যে আশা কর্মী নিয়োগের ফর্ম ফিলাপ চলছে বিস্তারিত পড়ুন:- https://freesarkarijobalert.in/asha-worker-recruitment-2022-south24pargana/
সমস্ত পদের ক্ষেত্রেই বয়স হতে হবে — ১৮-৪০ বছরের মধ্যে। SC/ST প্রার্থীরা ৫ বছরের জন্য ও OBC প্রার্থীরা ৩ বছরের জন্য ছাড় পাবেন। অনলাইনে আবেদনের শেষ তারিখ —- ৪আগস্ট, ২০২২
কিভাবে আবেদন করবেন —- অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন। নির্ভুলভাবে ফর্মটি পূরণ করতে হবে। বৈধ ফোন নাম্বার,ইমেইল আইডি থাকা অবশ্যক। স্বাক্ষর ও সম্প্রতি তোলা পাসপোর্ট সাইজের কালার ছবি স্ক্যান করে আবেদন করতে হবে।
কিভাবে অনলাইনে আবেদন করবেন দেখুন:-
নিয়োগ করা হবে কিভাবে —- শর্টলিস্ট করার পর নির্বাচিত প্রার্থীদের ইন্টারভিউ প্রথমে নেওয়া হবে। এবং তার ওপর ভিত্তি করেই প্রার্থী বাছাই করা হবে।
আবেদন লিংক:- https://www.presiuniv.ac.in/web/webannoncement200720224.php
- Presidency University Recruitment 2022 -Official Notification, Apply Link, Apply Process
- WB ASHA Karmi Recruitment 2022-Official Notification | South 24 Pargana
- SSC Head Constable Recruitment 2022-Apply Online
- WBP Primary Tet 2017 Question Paper PDF Download
- Indian Army Group C Recruitment 2022