RRB NTPC EXAM DATE, ADMIT CARD
রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড রেল দপ্তরে নিয়োগের বিভিন্ন পরীক্ষা আয়োজন করে থাকে, সেরকমই আসন্ন রেলওয়ে এনটিপিসি(NTPC) অর্থাৎ নন টেকনিকাল পপুলার ক্যাটাগরিতে নিয়োগের পরীক্ষার বিজ্ঞপ্তি প্রকাশ করেছিল গত বছর ২৮ শে ফেব্রুয়ারি ২০২০ তারিখে যদিও এই পরীক্ষা গত বছর নেওয়ার কথা ছিল কিন্তু অনির্দিষ্ট কারনে সেই পরীক্ষা নেয়নি কিন্তু এই বছর রেলমন্ত্রক চাকরি প্রার্থীদের কাছে খানিকটা চাপের পরেই পরীক্ষা নেওয়ার কথা ঘোষণা করে। জুনিয়ার ক্লার্ক কাম টাইপিস্ট,গুডস্ গার্ড, ট্রেন ক্লার্ক, ট্রাফিক অ্যাসিস্ট্যান্ট সহ মোট ১২ টি পদে নিয়োগের জন্য ৩৫ হাজারে বেশি শূন্যপদ রয়েছে এই নন টেকনিক্যাল পপুলার ক্যাটাগরিতে।
এই সব পদে নিয়োগের জন্য শিক্ষাগত যোগ্যতা ছিল উচ্চমাধ্যমিক পাশ ও গ্রাজুয়েট। নিয়োগ প্রকৃয়া সম্পন্ন হবে মোট ৪ টি ধাপে যথা- প্রথম ধাপঃ-কম্পিউটার বেসড্ টেস্ট- ১, দ্বিতীয় ধাপঃ- কম্পিউটার বেসড্ টেস্ট- ২, তৃতীয়ঃ- টাইপিং টেস্ট, চতুর্থঃ- ডকুমেন্টস ভেরিফিকেশন ও মেডিক্যাল টেস্ট ।
রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড (RRB) জানিয়েছে এই সব পদে নিয়োগের পরীক্ষা হবে ২৮ শে ডিসেম্বর ২০২০ থেকে ৩১ শে মার্চ ২০২১ পর্যন্ত।
RRB NTPC পরীক্ষার জন্য বাছাই করা ২০২০ সালের গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফায়ার্স পিডিএফ ডাউনলোড করতে ক্লিক করুন:-
৫ ই ডিসেম্বরের পেপার ডাউনলোড করুনঃ-
- West Bengal Co-operative Service Commission Recruitment 2021
- SSC Multi Tasking Staff Recruitment 2021: Eligibility,Exam Date,Online Apply Process
- WBP Constable Recruitment 2021: Apply Online for 8632 Post
- WBP SI & LSI Recruitment 2021-Apply Online for 1088 Post
- WBMSC Recruitment 2021: Birsingha Development Authority