কেন্দ্রীয় সরকারি সংস্থা স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া জুনিয়র অ্যাসোসিয়েট পদে ৫১২১ জন ছেলেমেয়ে নিচ্ছে। যে কোন শাখায় গ্রাজুয়েট ছেলেমেয়েরা আবেদন করতে পারেন। মাধ্যমিক পাস প্রাক্তন সহকর্মীরা আর্মি স্পেশাল সার্টিফিকেট অফ এডুকেশন বা নিধি কিংবা এয়ারফোর্সের করেসপন্ডেন্ট সার্টিফিকেট কোর্স পাশ হলে আর অন্তত 15 বছর চাকরি করে থাকলেও আবেদন যোগ্য ইংরেজিতে লিখতে ও বলতে পারা দরকার যে রাজ্যে শূন্য পদের জন্য দরখাস্ত করবেন সেখানকার স্থানীয় ভাষায় লিখতে এবং কথাবার্তা বলতে পারলে অতিরিক্ত যোগ্যতা হিসেবে ধরা হবে ।
SBI(State Bank of India) 5121 Junior Associate Recruitment 2021
এক্ষেত্রে বয়স হতে হবে 1-4- 2021 হিসেবে 20 থেকে 28 বছরের মধ্যে । অর্থাৎ জন্ম তারিখ হতে হবে 02-04-993 থেকে 01-04-2001 এর মধ্যে । তপশিলিরা 5 বছর ওবিসি সম্প্রদায়ের প্রার্থীরা তিন বছর এবং প্রতিবন্ধীরা দশ বছরের বয়সের ছাড় পাবেন শুরুত ছয় মাসের প্রবেশন মূল মাইনে 17900-47920 টাকা । মোট শূন্যপদ 5121 টি। এর মধ্যে বেঙ্গল সার্কেল এর পশ্চিমবঙ্গের 273 টি। আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ 15 টি। সিকিমে 12 টি। উত্তর-পূর্বাঞ্চল সার্কেলের অসমে 1492 টি , মণিপুরে 18 টি, মেঘালয়ে 14 টি, মিজোরামে 20 টি, নাগাল্যান্ডে 10 টি, ত্রিপুরায় 19 টি, ভুবনেশ্বর সার্কেলের উড়িষ্যায় 75 টি, আমেদাবাদ সার্কেলের গুজরাটে 902 টি, ব্যাঙ্গালোর সার্কেলের কর্নাটকে 400 টি, ভুপাল সার্কেলের মধ্যপ্রদেশে 78 টি,ছত্তিশগড়ে 120 টি। চন্ডিগড় সার্কেলের জম্মু-কাশ্মীরে 12 টি, লাদাখে 8 টি, হিমাচল প্রদেশে 180 টি, চণ্ডীগড়ে 15 টি, পাঞ্জাবে 295 টি, চেন্নাই সার্কেলের তামিলনাড়ুতে 473 পন্ডিচেরিতে 2 টি, দিল্লি সার্কেলের দিল্লিতে 80 টি, উত্তরাখণ্ডে 70 টি, দিল্লী/ চন্ডীগর সার্কেলের হরিয়ানা 110 টি, হায়দ্রাবাদ সার্কেলের তেলেঙ্গানা 275 টি, জয়পুর সার্কেলের রাজস্থানে 175, কেরালা সার্কেলের কেরালায় 97 টি,লাক্ষাদ্বীপে 3 টি, লখনৌ/দিল্লী সার্কেলের উত্তরপ্রদেশে 350 টি, মহারাষ্ট্র/ মুম্বাই সার্কেলের মহারাষ্ট্রে 640 টি, মুম্বাই সার্কেলের গোয়ায় 10 টি। এই পদের বিজ্ঞপ্তি নাম্বার : CRPD/CR/2021-22/19
SBI Junior Associate Exam Syllabus
প্রার্থী বাছাইয়ের জন্য প্রথমে অনলাইনে প্রিলিমিনারি পরীক্ষা হবে তাতে সফল হলে অনলাইনে মেন পরীক্ষা হবে প্রিলিমিনারি লিখিত পরীক্ষা হবে জুন মাস নাগাদ। এ পরীক্ষার অবজেক্টিভ টাইপ এর পার্ট-১ এ 1 ঘন্টায় 100 নম্বরের 100 টি প্রশ্ন থাকবে এই সব বিষয়ে:- ইংলিশ ল্যাঙ্গুয়েজ 30 নাম্বারের 30 টি প্রশ্ন, সময় কুড়ি মিনিট। নিউমেরিক্যাল এবিলিটি 35 নাম্বারের সময় কুড়ি মিনিট, ডিজেবিলিটি 32 নম্বরের 35 টি প্রশ্ন সময় কুড়ি মিনিট নেগেটিভ মার্কিং আছে চারটি প্রশ্নের ভুল উত্তরের জন্য এক নম্বর কাটা যাবে। প্রতিটি পেপারে নির্দিষ্ট কোয়ালিফাইং নম্বর পেলে শূন্যপদের দশগুণ প্রার্থীকে মেন পরীক্ষার জন্য ডাকা হবে। প্রিলি পরীক্ষার কল লেটার ডাউনলোড করতে পারবেন 1 জুন থেকে। মেন পরীক্ষা হবে 31 শে জুলাই এই পরীক্ষা 200 নম্বরের 190 টি প্রশ্ন হবে এইসব বিষয়ে: জেনারেল ফিন্যান্সিয়াল অ্যাওয়ারনেস 50 নাম্বারের 50 টি, সময় 35 মিনিট; জেনারেল ইংলিশ 40 নম্বরের 40 প্রশ্ন সময় 35 মিনিট; কোয়ান্টিটিব অ্যাপটিটিউড 50 নম্বরের 50 টি প্রশ্ন সময় 45 মিনিট; এবং কম্পিউটার অ্যাপটিটিউড 60 নম্বরের 50 টি প্রশ্ন 45 মিনিট সময় থাকবে 2 ঘন্টা 40 মিনিট। মেন পরীক্ষা কললেটার ডাউনলোড করতে পারবেন 19 জুলাই থেকে। লিখিত পরীক্ষায় তপশিলি ওবিসি ও প্রতিবন্ধীরা কোয়ালিফাইং নম্বরে 5% ছাড় পাবেন।
মেধাতালিকা তৈরি সময় মিন পরীক্ষায় পাওয়া নম্বর দেখা হবে লিখিত পরীক্ষা হবে পূর্ব ভারতের এই সব কেন্দ্রে পশ্চিমবঙ্গে আসানসোল, দুর্গাপুর, কলকাতা, হুগলি, কল্যাণী, শিলিগুড়ি; বিহারের ঔরঙ্গাবাদ, ভাগলপুর, দ্বারভাঙ্গা, মোজাফফরপুর, পূর্ণিয়া; ওড়িশার বালাসোর, বেহরাম্পুর, ভুবনেশ্বর কটক; অসমের ডিব্রুগড়, গুয়াহাটি, জোরহাট, শিলচর, তেজপুরে; ত্রিপুরার আগরতলায়; মেঘালয়ের শিলং এ মিজোরামের আইজলে; ঝাড়খন্ড এর বোকারো স্টিল সিটি, ধানবাদ, হাজারীবাগ, জামশেদপুর, রাঁচিতে; এছাড়া পরীক্ষা সংক্রান্ত বিস্তারিত তথ্য পাবেন ‘Acquaint Yourself’ পুস্তিকায় যা লিখিত পরীক্ষার কল লেটারের সাথে দেওয়া হবে।
তপশিলি ও সংখ্যালঘু সম্প্রদায়ের প্রার্থীরা প্রি-এক্সামিনেশন ট্রেনিং নিতে পারেন এর জন্য দরখাস্তের নির্দিষ্ট জায়গা পূরণ করবেন প্রি- এক্সামিনেশন ট্রেনিং হবে কোলকাতা, শিলিগুড়ি, শিলচর, রাচি, পাটনা, ডিব্রুগর, আসানসোল, ভুবনেশ্বর এবং গুয়াহাটিতে।
বরখাস্ত করবেন অনলাইনে 17 ই মে এর মধ্যে। এই ওয়েবসাইট এর মাধ্যমে :-https://bank.sbi/careers https://sbi.co.in/careers
এর জন্য বৈধ একটি ইমেইল আইডি থাকতে হবে দরখাস্ত করার আগে প্রার্থীদের এইসব প্রমাণপত্র স্ক্যান করে নিতে হবে পাসপোর্ট মাপের ফটো এবং সিগনেচার বুড়ো আঙ্গুলের ছাপ ও ওয়েবসাইটে দেওয়া নির্দিষ্ট প্রাগ্রাফ হাতে লেখার পরে স্ক্যান করতে হবে।
প্রথমে উপরের ওয়েবসাইটে গিয়ে যাবতীয় তথ্য দিয়ে সাবমিট করবেন তারপর ফটো সিগনেচার আপলোড করবেন এবার ফি বাবদ 750 টাকা (তপশীলি, প্রতিবন্ধীদের ফি লাগবে না) অনলাইনে দিতে হবে আগামী 17 ই মে এর মধ্যে অনলাইনে টাকা জমা দিতে পারবেন ডেবিট কার্ড ক্রেডিট কার্ড বা ইন্টারনেট ব্যাংকিং এর মাধ্যমে। অনলাইনে টাকা জমা দেওয়ার পর রিসিপ্ট প্রিন্ট করে নিজের কাছে রেখে দেবেন ভবিষ্যতের প্রয়োজনের জন্য।
অন্যান্য চাকরির আপডেটের জন্য ক্লিক করুনঃ- https://freesarkarijobalert.in/category/চাকরির-খবর
- WBP Primary Tet 2017 Question Paper PDF Download
- Indian Army Group C Recruitment 2022
- ESIC West Bengal Recruitment-2022 Total 320 UDC, Steno & MTS Posts @esic.nic.in; Apply Online
- রাজ্য স্বাস্থ্যদপ্তরে উচ্চমাধ্যমিক পাশে কর্মী নেওয়ার বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে
- ভারতের প্রতিরক্ষা মন্ত্রকের অধীনে গ্রুপ সি সিভিলিয়ান পদে নিয়োগ ২০২১