SSB তে ১৫২২ কনস্টেবল নেওয়া হচ্ছে
কেন্দ্রীয় সরকারের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীন সশস্ত্র সীমা বলে ১৫২২ জন কনস্টেবল নেওয়ার বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। নেওয়া হবে এইসব ট্রেডেঃ ড্রাইভার, ল্যাবরেটরি অ্যাসিস্ট্যান্ট, আয়া, কুক, ওয়াশারম্যান, সাফাইওয়ালা, ওয়াটার কেরিয়ার, টেলর, গার্ডেনার ও কবলার ইত্যাদিতে। কারা কারা আবেদন করতে পারবেন –
কনস্টেবল (ড্রাইভার) :- মাধ্যমিক পাশরা ভারি গাড়ি চালানোর ড্রাইভিং লাইসেন্স থাকলে আবেদন করতে পারবেন। বয়স হতে হবে ২১-২৭ বছরের মধ্যে। মোট শূন্যপদ আছে ৫৭৪ টি।
SSB Constable Recruitment 2020 Apply Now
কনস্টেবল (ল্যাবরেটরি অ্যাসিস্ট্যান্ট) :– বিজ্ঞান বিষয় নিয়ে মাধ্যমিক পাশরা রাজ্য বা কেন্দ্রীয় সরকারের স্বীকৃত প্রতিষ্ঠান থেকে ল্যাবরেটরি অ্যাসিস্ট্যান্ট কোর্স পাশ হলে আবেদন করতে পারেন। বয়স হতে হবে ১৮-২৫ বছরের মধ্যে। শূন্যপদ আছে ২১ টি।
কনস্টেবল (ভেটেরিনারি) :- বিজ্ঞান বিষয় নিয়ে মাধ্যমিক পাশরা আবেদন করতে পারেন। কোনো পশু চিকিৎসা কেন্দ্রে পশু পাখি সংক্রান্ত ১ বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে । বয়স হতে হবে ১৮-২৫ বছরের মধ্যে ।
কনস্টেবল(আয়া):- বিজ্ঞান বিষয় নিয়ে মাধ্যমিক পাশ তরুনীরা আবেদন করতে পারেন। রেডক্রস সোসাইটি থেকে ফার্স্ট এইড কোর্স করে থাকতে হবে। ও কাজে ১ বছরের অভিজ্ঞতা থাকতে হবে। বয়স হতে হবে ১৮-২৫ বছরের মধ্যে।
কনস্টেবল (কার্পেন্টার, প্লাম্বার, পেইন্টার):– মাধ্যমিক পাশরা নিচের যেকোনো ১ টি যোগ্যতা থাকলে আবেদন যোগ্য। ১) সংশ্লিষ্ট ট্রেডে ২ বছরের কাজের অভিজ্ঞতা। ২) আইটিআই / ভোকেশনাল ইন্সটিটিউট থেকে সংশ্লিষ্ট ট্রেডে ১ বছরের সার্টিফিকেট কোর্স পাশ ও ১ বছরের কাজে অভিজ্ঞতা৩) আইটিআই থেকে সংশ্লিষ্ট ট্রেডে অন্তত ২ বছরের রিপ্লোমা কোর্স পাশ। ৪) সংশ্লিষ্ট ট্রেড টেস্টে কোয়ালিফাই করতে হবে। বয়স হতে হবে ১৮-২৫ বছরের মধ্যে। শূন্যপদঃ- কার্পেন্টার-৩ টি, পেইন্টার-১২ টি, প্লাম্বার-১ টি।
কনস্টেবল (কুক,ওয়াশারম্যান, বারবার, সাফাইওয়ালা, ওয়াটারকেরিয়ার, ওয়েটার, টেলর, গার্ডেনার, কবলার) :- মাধ্যমিক পাশরা নিচের যেকোনো ১ টি যোগ্যতা থাকলে আবেদন যোগ্য। ১) সংশ্লিষ্ট ট্রেডে ২ বছরের কাজের অভিজ্ঞতা। ২) আইটিআই / ভোকেশনাল ইন্সটিটিউট থেকে সংশ্লিষ্ট ট্রেডে ১ বছরের সার্টিফিকেট কোর্স পাশ ও ১ বছরের কাজে অভিজ্ঞতা।৩) আইটিআই থেকে সংশ্লিষ্ট ট্রেডে অন্তত ২ বছরের রিপ্লোমা কোর্স পাশ।
৪) সংশ্লিষ্ট ট্রেড টেস্টে কোয়ালিফাই করতে হবে। বয়স হতে হবে ১৮-২৩ বছরের মধ্যে।
শূন্যপদঃ- টেলর- ১১ টি, গার্ডেনার-৯ টি, কুক(মেল)-২৩২ টি, কুক(মহিলা)-২৬ টি, ওয়াশারম্যান (পুরুষ) -৯২ টি, ওয়াশারম্যান(মহিলা)- ২৮ টি, বারবার(পুরুষ) -৭৫ টি ও মহিলা-১২ টি, সাফাইওয়ালা পুরুষ-৮৯ টি ও মহিলা-২৮ টি, ওয়াটার কেরিয়ার- পুরুষ-১০১ টি ও মহিলা-১২ টি ; ওয়েটার – পুরুষ ১ টি।

উপরের সব পদের বেলায় বয়স গুনতে হবে ২৭-০৯-২০২০ হিসেবে । তপশিলীরা ৫ বছর, ওবিসিরা ৩ বছর ও প্রাক্তন সমরকর্মীরা যথারীতি বয়সে ছাড় পাবেন। শরীরের মাপজোখ হতে হবে কনস্টেবল(ট্রেডম্যান) পদের বেলায় ছেলেদের ক্ষেত্রে লম্বায় ১৬৭.৫ সেমি (তপশিলী উপজাতি হলে ১৬২.৫ সেমি), বুকের ছাতি না ফুলিয়ে ৭৮ সেমি ও ফুলিয়ে ৮৩ সেমি। (উপজাতি ও আদিবাসী হলে ২ সেমি ছাড় পাবে) । মেয়েদের বেলায় শরীরের মাপজোখ হতে হবে লম্বায় অন্তত ১৫৭ সেমি (তঃউপজাতি হলে ১৫০ সেমি)
ড্রাইভার পদের ক্ষেত্রে ১৭০ সেমি, বুকের ছাতি ফুলিয়ে নাফুলিয়ে ৭৮ ও ৮৩ সেমি। ল্যাবরেটরি অ্যাসিস্ট্যান্ট ও ভেটেরিনারি পদের বেলায় পুরুষদের ক্ষেত্রে ১৭০ সেমি বুকের ছাতি ফুলিয়ে না ফুলিয়ে ৭৮ ও ৮৩ সেমি ; মহিলাদের বেলায় উচ্চতা ১৫৭ সেমি।
আয়া পদের বেলায় লম্বায় মেয়েদের ১৫৭ সেমি হতে হবে।
এছাড়াও উপরের সব পদের বেলায় উচ্চতার সাথে ওজন সামঞ্জস্যপূর্ন হতে হবে।
মাইনেঃ- মাসে ২১৭০০- ৬৯১০০ টাকা ।
প্রার্থী বাছাইয়ের জন্য প্রথমে বয়স, শিক্ষাগত যোগ্যতা ইত্যাদি যাবতীয় ডকুমেন্টস যাচাই করা হবে এরপর শারীরিক মাপজোখ, এটাতে সফল হলে শারীরিক সক্ষমতার পরীক্ষা। এই পরীক্ষায় থাকবে ছেলেদের বেলায় ২৪ মিনিটে ৪.৮ কিমি দৌড় ও মেয়েদের বেলায় ১৮ মিনিটে ২.৪ কিমি। সফল হলে ১০০ নম্বরের লিখিত পরীক্ষা। অনলাইন আবেদন শুরু হয়েছে ২৯/আগষ্ট /২০২০ ও আবেদন শেষ হবে ২৭/ সেপ্টেম্বর/২০২০ ।
Online Apply Link :– https://applyssb.com/SSBOnlineV1
SSB Constable Online Form Fillup Process
কিভাবে অনলাইনে আবেদন করবেন তা আমাদের ইউটিউব চ্যানেলে ভিডিও দেওয়া হয়েছে।
এই সপ্তাহের কর্মসংস্থান পেপার ডাউনলোড করতে নিচে দেওয়া ফর্মটি ফিলাপ করুন ও আপনার ইমেইল চেক করুন।
- West Bengal Co-operative Service Commission Recruitment 2021
- SSC Multi Tasking Staff Recruitment 2021: Eligibility,Exam Date,Online Apply Process
- WBP Constable Recruitment 2021: Apply Online for 8632 Post
- WBP SI & LSI Recruitment 2021-Apply Online for 1088 Post
- WBMSC Recruitment 2021: Birsingha Development Authority
Thanks
I am a karmasansthan user