স্টাফ সিলেকশন কমিশনের মাধ্যমে ৭৭ হাজার + জেনারেল ডিউটি কনস্টেবল (SSC GD Constable recruitment 2021) নেওয়া হচ্ছে। মাধ্যমিক পাশ ছেলে মেয়েরা আবেদন করতে পারেন। নেওয়া হবে BSF, CISF, SSB, CRPF, NIA, ITBP, SSF ও Assam Rifles এ।
SSC GD Constable Recruitment 2021, SSC GD Constable New Vacancy 2021,
অনলাইনে আবেদন করা যাবে ২৫ শে মার্চ থেকে ১০ মে ২০২১ তারিখ পর্যন্ত। আবেদন ফি ১০০ টাকা জেনারেল, ওবিসি প্রার্থীদের জন্য। এসসি এসটি ও মহিলা প্রার্থীদের কোনো আবেদন ফি নেই।
SSC GD Constable Syllabus
প্রথমে ১০০ নম্বারের কম্পিউটার বেসড টেস্ট হবে সময় থাকবে ৯০ মিনিট। পরীক্ষার সিলেবাস মাধ্যমিক লেভেলের হবে।
প্রার্থীদের বয়স হতে হবে ১৮-২৩ বছরের মধ্যে। তফশিলি জাতি, উপজাতি প্রার্থীরা বয়সে ৫ বছর ও ওবিসি সম্প্রদায়ের প্রার্থীরা বয়সে ৩ বছরের ছাড় পাবেন।
ছেলেদের বেলায় ২৪ মিনিটে ৫ কিমি দৌড় ও মেয়েদের বেলায় ৮ মিনিট ৩০ সেকেন্ডে ১৬০০ মিটার দৌড় শেষ করতে হবে। ছেলেদের শরীরের মাপজোখ হতে হবে লম্বায় ১৭০ সেমি ও মেয়েদের ১৫৭ সেমি। ছেলেদের বুকের ছাতি না ফুলিয়ে ৮০ সেমি ও ৫ সেমি ফোলাতে হবে।
SSC GD Constable Salary
SSC GD পদে বেতন রয়েছে ২১৭০০ টাকা থেকে ৬৯১০০ টাকা ।
আবেদন করতে ইচ্ছুক প্রার্থীরা অনলাইনে https://ssc.nic.in ওয়েবসাইট থেকে আবেদন করতে পারেন। এর জন্য প্রথমে প্রার্থীকে রেজিস্ট্রেশন করতে হবে যদি আগে কোনো রেজিস্ট্রেশন করা না থাকে। কিভাবে অনলাইনে আবেদন করবেন জানতে আমাদের ইউটিউব চ্যানেল ফলো করুন।
- WBP Primary Tet 2017 Question Paper PDF Download
- Indian Army Group C Recruitment 2022
- ESIC West Bengal Recruitment-2022 Total 320 UDC, Steno & MTS Posts @esic.nic.in; Apply Online
- রাজ্য স্বাস্থ্যদপ্তরে উচ্চমাধ্যমিক পাশে কর্মী নেওয়ার বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে
- ভারতের প্রতিরক্ষা মন্ত্রকের অধীনে গ্রুপ সি সিভিলিয়ান পদে নিয়োগ ২০২১
Sir, this time I have passed BA with General subject. My graduation is complete. I searched for Amin’s job in many places but could not find him. I have been involved with network marketing for a long time.
My village is Dankoba. My police station. Mathabhanga. My district is Kochbihar. My pin number is 736146.