SSC অর্থাৎ স্টাফ সিলেকশন কমিশনের হেড কনস্টেবল পদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়ে গিয়েছে ইতিমধ্যেই। এই বিষয়ে সম্পূর্ণ তথ্য সমেত বিস্তারিতভাবে এই প্রতিবেদনটি আপনাদের কাছে তুলে ধরার চেষ্টা করছি।
কারা স্টাফ সিলেকশন কমিশন দিল্লি পুলিশ হেড কনস্টেবল পদের জন্য আবেদন করতে পারেন ?
এই চাকরির জন্য যে কোন ভারতীয় নাগরিক অর্থাৎ পশ্চিমবঙ্গের যে কোন জেলা থেকে পুরুষ ও মহিলা উভয়ই আবেদন করতে পারবে। এই আবেদনের আবশ্যিক যোগ্যতা, বেতন, আবেদনের শেষের তারিখ, আবেদন মূল্য, মোট শূন্যপদ,বয়স সীমা, নিয়োগ পদ্ধতি, আবেদন পদ্ধতি ইত্যাদি সম্পর্কে বিস্তারিত জানতে নিচের লেখা টি সম্পূর্ণ পড়ুন।

SSC Delhi Police Head Constable Recruitment 2022- Apply Online, Registration, Number of Vacancy, Salary, Educational Qualification, Age limit, Exam Syllabus,
পদের নাম:- হেড কনস্টেবল (পুরুষ) মোট শূন্যপদ —– 573 টি(UR – 213টি,EWS – 58 টি,OBC – 128টি,SC – 106টি,ST – 68টি) পদের নাম —— হেড কনস্টেবল (মহিলা ) মোট শূন্যপদ —– 284 টি(UR – 107টি,EWS – 29 টি,OBC – 63টি,SC – 52টি,ST – 33টি)
বেতন:- 25,500-81,100টাকা(পে লেভেল 4)
বয়স সীমা:- 01/01/2022 তারিখ অনুযায়ী 18 থেকে 25 বছরের মধ্যে হতে হবে। সরকারি নিয়ম অনুযায়ী সংরক্ষিত প্রার্থীরা বয়সের ছাড় পাবেন।
Delhi Police Head Constable Vacancy 2022
আবেদন পদ্ধতি:-
১. অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন। ২. www.ssc.nic.in এই ওয়েবসাইটে গিয়ে প্রার্থীরা আবেদন করতে পারবেন। ৩. উল্লেখিত সমস্ত ডকুমেন্ট স্ক্যান করে আপলোড করতে হবে। ৪. প্রার্থীর স্বাক্ষর স্ক্যান করে আপলোড করতে হবে। আবেদন করার আগে অফিশিয়াল নোটিশ টি অবশ্যই ভালো করে পড়ে নেবেন যাতে কোনো ভুলভ্রান্তি না হয়।
শিক্ষাগত যোগ্যতা:- আবেদনকারীকে অতি অবশ্যই উচ্চমাধ্যমিক পাশ হতে হবে। ২, বেসিক কম্পিউটার ফাংশন সম্পর্কে যথেষ্ট জ্ঞান থাকা জরুরি। ৩, ইংরেজিতে টাইপিং স্পিড থাকতে হবে।
SSC Delhi Police Head Constable Application Fees:-
আবেদন ফি:- এই পদে আবেদনের জন্য 100 টাকা অনলাইনে পেমেন্ট করতে হবে । SC/ST/ex-servicemen ও মহিলাদের জন্য কোনো আবেদন ফি লাগবে না।
অনলাইনের মাধ্যমে 30/07/2022 তারিখ পর্যন্ত আবেদন ফি জমা করতে পারবেন। আবেদন করার শেষ তারিখ —- 29/07/2022 তারিখ পর্যন্ত আবেদন করতে পারবেন।
নিয়োগ পদ্ধতি:- CBT,PE & MT,ট্রেড টেস্ট, টাইপিং টেস্ট এর ওপর প্রার্থী বাছাই করা হবে। প্রশ্ন হবে হিন্দি / ইংরেজিতে।
পরীক্ষার বিষয় —- জেনারেল সাইন্স ম্যাথামেটিক্স, রিজনিং, ম্যাথামেটিক্স, MS Excel, MS Word, communication, internet ইত্যাদি।
কোন কোন বই পড়বেনঃ– Lucent G.K https://amzn.to/3fMe7DW Indian Economy https://amzn.to/30Lc5Q6 WBCS General Studious Manual https://amzn.to/2XONvfv Quantitative Aptitude by RS
Aggarwal https://amzn.to/31Hw4yp
Indian Polity https://amzn.to/2XNqjhO
- Presidency University Recruitment 2022 -Official Notification, Apply Link, Apply Process
- WB ASHA Karmi Recruitment 2022-Official Notification | South 24 Pargana
- SSC Head Constable Recruitment 2022-Apply Online
- WBP Primary Tet 2017 Question Paper PDF Download
- Indian Army Group C Recruitment 2022