স্টাফ সিলেকশন কমিশন কয়েক হাজার কর্মী নেওয়ার জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে , মাধ্যমিক পাস ছেলে মেয়েরা এই সব পদের জন্য আবেদন করতে পারে চাকরি প্রার্থীদের সুবিধার জন্য সমস্ত বিষয় নিচে তুলে ধরা হলো
SSC Multi Tasking Staff Recruitment 2021
SSC MTS Recruitment 2021, SSC MTS 2021 Notification , SSC MTS 2021, SSC MTS Syllabus,
১৮ থেকে ২৭ বছরের মধ্যে যেকোনো ছেলে বা মেয়ে মাল্টি টাস্কিং স্টাফ পদের জন্য আবেদন করতে পারে প্রার্থী দের ভারতীয় নাগরিক হতে হবে তবে নেপাল বা ভুটানের বাসিন্দারাও আবেদন করতে পারেন এসসি এসটি প্রার্থীরা ৫ বছর ও ওবিসি সম্প্রদায়ের প্রার্থীর ৩ বছরের ও অন্যন্যরা যথারীতি বয়সের ছাড় পাবে
SSC MTS Online Apply Process 2021
কিভাবে অনলাইনে আবেদন করবেন সেটা নিয়ে আমাদের ইউটিউব চ্যানেলে ভিডিও আপলোড করে দেয়া আছে সেটা দেখতে পারেন
সর্বপ্রথমে প্রার্থীদের ভিজিট করতে হবে স্টাফ সিলেকশন এর অফিসিয়াল ওয়েবসাইট
আগের থেকে রেজিস্ট্রেশন করা থাকলে ওই রেজিষ্ট্রেশন নাম্বার দিয়েই প্রার্থীরা লগিন করে আবেদন করতে পারেন যারা প্রথম বার আবেদন করতে যাচ্ছেন তাদের প্রথমে নাম ,জন্ম তারিখ , বাবার নাম , মায়ের নাম ,ঠিকানা ,আঁধার নাম্বার ,কাস্ট সার্টিফিকেট, মাধ্যমিকের রোল নম্বর ইত্যাদির প্রয়োজন পড়বে এরপর রেজিস্ট্রেশন সফল হলে প্রার্থীদের পুনরায় লগিন করে ২০ থেকে ৫০ কেবির মধ্যে ৩ মাসের মধ্যে তোলা ফটো আপলোড করতে হবে , মনে রাখবেন যে ফটো টি আপলোড করবেন সেটার নিচে ফটো তোলার তারিখ উল্লেখ করবেন নয়তো আবেদন টি বাতিল হবে , এছাড়া সিগনেচারের ফাইল সাইজ হতে হবে ১০ থেকে ২০ কেবির মধ্যে








আবেদন ফি:- তপশিলি জাতি ও উপজাতি ও মহিলা প্রার্থীদের কোনো আবেদন ফি নেই বাকি প্রার্থীদের ১০০ টাকা অনলাইন বা ব্যাঙ্ক চালানের মাধ্যমে জমা দিতে হবে
SSC MTS Important Dates:-
অনলাইন আবেদন করতে পারবেন | 05.02.2021 to 21.03.2021 |
আবেদনের শেষ তারিখ | 21.03.2021 (23:30) |
অনলাইন ফি জমা দেয়ার শেষ তারিখ | 23.03.2021 (23:30) |
ব্যাঙ্ক চালান জেনারেটের শেষ তারিখ | 25.03.2021 (23:30) |
ব্যাঙ্ক চালানের মাধ্যমে ফি জমা দেয়ার শেষ তারিখ | 29.03.2021 |
কম্পিউটার বেসড টায়ার ১ পরীক্ষার তারিখ | 01.07.2021 to 20.07.2021 |
ডেস্ক্রিপটিভ টায়ার ২ পরীক্ষার তারিখ | 21.11.2021 |
পরীক্ষার সিলেবাস:-
পার্ট | বিষয় | নাম্বার ও প্রশ্ন সংখ্যা |
১ | জেনারেল ইংলিশ | 25 |
২ | জেনারেল ইন্টেলিজেন্স ও রিজনিং | 25 |
৩ | নিউমেরিকাল এপটিটিউড | 25 |
৪ | জেনারেল এওয়ার্নেস | 25 |
Official Website | https://ssc.nic.in |
Official Notification | Download Now |
Join Our Telegram Channel | https://t.me/karmasangsthanonline |
Subscribe YouTube | Click Here |
Follow Our Facebook Page | Click Here |
পুলিশ নেওয়ার বিজ্ঞপ্তি বেরিয়েছে দেখুন:- http://freesarkarijobalert.in/wbp-constable-recruitment-2021-apply-online/