WB GNM/ANM Nursing Question Paper PDF আমাদের এই ওয়েবসাইট থেকে ডাউনলোড করতে পারবেন। যারা এবছর রাজ্যের জয়েন্ট এন্ট্রাস এক্সাম বোর্ড আয়োজিত পরীক্ষার জন্য ফর্ম ফিলাপ করছেন তারা এখানে পরীক্ষার তারিখ ও পরীক্ষার মডেল প্রশ্নপত্রও ডাউনলোড করতে পারবেন এছাড়া পরীক্ষা সম্পর্কিত অন্যান্য গুরত্বপূর্ন তথ্য এখানে পেয়ে যাবেন।
কিছুদিন আগে ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স এক্সাম বোর্ড(WBJEEB) জিএনএম(GNM) ও এএনএম(ANM) কোর্সে ভর্তির প্রবেশিকা পরীক্ষা(Admission Test) নেওয়ার জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। পশ্চিমবঙ্গ সরকারের অধীন নার্সিং ট্রেনিং সেন্টারে এই ভর্তি নেওয়া হবে।
wb gnm nursing admission 2021, West Bengal GNM/ANM Admission 2021, WBJEE GNM/ANM Entrance Exam 2021, GNM Nursing Aplication form 2021 in west bengal, gnm nursing 2021 in west bengal, anm nursing application form 2021 in west bengal, wb gnm admission 2021, wbjee gnm/anm nursing pdf book, Joint Entrance Test for ANM(R) & GNM Courses, wb gnm/anm exam date, admit card download, exam syllabus, model question paper,
GNM/ANM Nursing Admission Qualification 2021
GNM ও ANM কোর্সে ভর্তির জন্য ছাত্রছাত্রীদের যে যোগ্যতা থাকতে হবে তা হলোঃ-
ANM :- এএনএম কোর্সের জন্য শুধুমাত্র গ্রাম পঞ্চায়েত এলাকার মহিলারা আবেদন করতে পারেন। বয়স হতে হবে ৩১-১২-২০২১ হিসেবে ৩৫ বছরের মধ্যে।
GNM:- জিএনএম কোর্সে ভর্তির জন্য পশ্চিমবঙ্গে যেকোনো এলাকায় পুরুষ বা মহিলা প্রার্থীরা আবেদন করতে পারেন। বয়স হতে হবে ৩৫ বছরের মধ্যে ৩১-১২-২০২১ তারিখ হিসাবে।
উপরের দুই নার্সিং কোর্সে ভর্তির জন্য প্রার্থীদের অবশ্যই বাংলা/নেপালি ভাষা লিখতে, পড়তে ও বলতে জানতে হবে। শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে গড়ে ৪০% নাম্বার ও ইংরেজি বিষয়েও ৪০ শতাং নাম্বার নিয়ে (১০+২) উচ্চমাধ্যমিক পাশ (সাইন্স, আর্টস বা কমার্স) । সমস্ত প্রার্থীদের শারীরিক ভাবে সক্ষম হবে যার সার্টিফিকেট ভর্তির সময় নার্সিং ট্রেনিং স্কুলে জমা দিতে হবে। ভর্তির সময় প্রার্থীদের বাসিন্দা সার্টিফিকেট নির্দিষ্ট ফর্মাটে জমা করতে হবে।
WB GNM/ANM Nursing Admission Test Admit Card 2021
লিখিত পরীক্ষার এডমিট কার্ড নির্ধারিত দিনে WBJEEB এর অফিশিয়াল ওয়েবসাইটে আপলোড করা হবে। পরীক্ষার সেন্টার প্রায় প্রতিটি জেলার সদর শহরে হবে।
Description | Details |
Name of the Organization | West Bengal Joint Entrance Examinations Board (WBJEEB) |
Name of the Exam | Joint Entrance Exam for General Nursing & Midwifery(GNM) / Auxiliary Nurse Midwife (ANM) Course 2021 |
Online Form Fillup Starts from | 31st March 2021 |
GNM/ANM Entrance Exam Date 2021 | 22nd August (Sunday) 2021 |
Official Website | https://wbjeeb.nic.in/EXMANMGNMCMS/Page/Page?PageId=1&LangId=P |
যেসব ছাত্রছাত্রী এই প্রবেশিকা পরীক্ষায় বসতে চলেছে তাদের প্রত্যেকে এখন থেকেই ভালোভাবে প্রস্তুতি শুরু করে দেওয়া উচিত কারন তুলনামুলক ভাবে এই পরীক্ষায় প্রচুর ছাত্রছাত্রী ফর্মফিলাপ করে তাছাড়া এবছর যেহেতু প্রথমবারের মতো ভর্তির পরীক্ষা দিতে হচ্ছে সেহেতু পরীক্ষার কাট-অফ-মার্কসও অনেকটাই হবে আশা করা যায়। প্রার্থীদের প্রস্তুতির পূর্বে পরীক্ষার প্যাটার্ন ও সিলেবাস জেনে নেওয়াটাও ভীষন ভাবে জরুরি।
WB GNM/ANM Exam Paper Pattern 2021
লিখিত পরীক্ষায় পাওয়া নাম্বারের ভিত্তিতে WBJEEB প্রার্থীদের বাছাই করবে। প্রার্থীদের পরীক্ষার প্রস্তুতির জন্য সিলেবাস কি রয়েছে সেটা ভালো ভাবে জেনে নেওয়াটাও খুবই দরকার তাই নীচে পরীক্ষার সিলেবাসটা দেওয়া হলো-
GNM/ANM Entrance Exam 2021
S.No | Name of the Subject | Questions | Marks |
1 | Mathematics | 5 | 5 |
2 | Physical Science | 15 | 15 |
3 | Life Science | 25 | 25 |
4 | English Grammar | 10 | 10 |
5 | General Knowledge | 5 | 5 |
6 | Logical Reasoning | 5 | 5 |
Total | 65 | 65 |
পরীক্ষা অফলাইনে অবজেক্টিভ মাল্টিপল চয়েজ টাইপের ওএমআর(OMR) শীটে হবে। প্রতি ৪ টি ভুল উত্তরের জন্য ১ নম্বার কাটা হবে তাই উত্তর করার সময় প্রার্থীদের ভীষণভাবে ধ্যান এই বিষয় টি খেয়াল রাখতে হবে যাতে কম সংখ্যক উত্তর ভুল হয়, এই কম সংখ্যক উত্তর ভুল হলে মেটিট লিস্টেও জায়গা পাওয়া যাবে কারণ যদি কোনো প্রার্থী একই নাম্বার পায় তাহলে যেপ্রার্থী কম সংখ্যক ভুল উত্তর করেছে তাকে প্রাধান্য দেওয়া হবে।
WB GNM/ANM Nursing Entrance Exam PDF BOOK
যারা এই প্রবেশিকা পরীক্ষায় পাশ করতে ইচ্ছুক তারা আমাদের প্রকাশিত গাইড বই অবশ্যই সংগ্রহ করবেন। কিছুদিনের মধ্যেই আমরা সিলেবাস ভিত্তিক বই প্রকাশকরতে চলেছি। আপনারা নিচে দেওয়া ফর্ম ফিলাপ করে রাখুন যাতে বই টি প্রকাশিত হবার সাথে সাথেই আপনার কাছে পৌছে যায়।
WB GNM/ANM Nursing Online Apply Link:- (Update soon)
WBJEE GNM/ANM Online Apply Process :
আবেদন করতে ইচ্ছুক প্রার্থীরা আগামী ৩১ শে মার্চ ২০২১ থেকে অনলাইনে আবেদন করতে পারবেন। জেনারেল প্রার্থীদের ৩০০ টাকা ও বাকিদের ২০০ টাকা অনলাইনে পরীক্ষার ফি বাবদ জমা করতে হবে। অনলাইনে আবেদন করার সময় প্রার্থীদের ফটো ও সই নির্দিষ্ট সাইজে স্ক্যান করে আপলোড করতে হবে। কিভাবে অনলাইনে আবেদন করবেন দেখতে আমাদের ইউটিউব চ্যানেল Karmasangsthan Online ফলো করুন।
Latest Job Updates:-
https://freesarkarijobalert.in/category/চাকরির-খবর/
- WBP Primary Tet 2017 Question Paper PDF Download
- Indian Army Group C Recruitment 2022
- ESIC West Bengal Recruitment-2022 Total 320 UDC, Steno & MTS Posts @esic.nic.in; Apply Online
- রাজ্য স্বাস্থ্যদপ্তরে উচ্চমাধ্যমিক পাশে কর্মী নেওয়ার বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে
- ভারতের প্রতিরক্ষা মন্ত্রকের অধীনে গ্রুপ সি সিভিলিয়ান পদে নিয়োগ ২০২১
Hlo sir, kono akjon candidate ki ANM & GNM duto examer from fill up korte parbe?