পশ্চিমবঙ্গ মিউনিসিপ্যাল সার্ভিস কমিশনের মাধ্যমে পশ্চিম মেদিনীপুর জেলার বীরসিংহ ডেভেলপমেন্ট অথরিটিতে লোয়ার ডিভিশন ক্লার্ক, অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার(সিভিল), সাব-অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার(সিভিল), সার্ভেয়ার, ড্রাফটসম্যান, ওয়ার্ক অ্যাসিস্ট্যান্ট পদে কর্মী নেওয়ার বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। চাকরি প্রার্থীদের সুবিধার জন্য বিস্তারিত নিচে দেওয়া হলোঃ-
West Bengal Municipal Service Commission Recruitment 2021: Birsingha Development Authority, Lower Division Clerk, Assistant Engineer, Sub Assistant Engineer, Surveyor, Draftsman, Work Assistant
Lower Division Clerk:- মাধ্যমিকপাশরা কম্পিউটার ট্রেনিং এর সার্টিফিকেট কোর্স পাশ হলে আবেদন করতে পারেন। ২ টি শূূূন্যপদ রয়েছে।এই পদে আবেদনের ক্ষেত্রে প্রার্থীদের বয়স হতে হবে ১৮-৪০ বছরের মধ্যে।
Assistant Engineer (Civil):- সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে ব্যাচেলর ডিগ্রি পাশ হলে আবেদন করতে পারেন। এই পদে আবেদনের ক্ষেত্রে প্রার্থীদের বয়স হতে হবে ১৮-৩৬ বছরের মধ্যে। ১ টি শূূূন্যপদ রয়েছে।
Sub Assistant Engineer(Civil):- সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে ডিপ্লোমা পাশ হলে আবেদন করতে পারেন। এই পদে আবেদনের ক্ষেত্রে প্রার্থীদের বয়স হতে হবে ১৮-৩৬ বছরের মধ্যে। ১ টি শূূূন্যপদ রয়েছে।
Surveyor:- উচ্চমাধ্যমিক বা সমতুল্য যোগ্যতার প্রার্থীরা সার্ভেয়ারের সার্টিফিকেট বা ডিপ্লোমা কোর্স পাস বা সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে ডিপ্লোমা পাস হলে আবেদন করতে পারেন। মোট শূন্যপদ রয়েছে ১ টি, প্রার্থীদের বয়স হতে হবে ১৮-৩৯ বছরের।
Draftsman :- উচ্চমাধ্যমিক বা সমতুল্য যোগ্যতার প্রার্থীরা AICTE অনুমোদিত আর্কিটেকচারে ডিপ্লোমা কোর্স পাস বা সিভিল ড্রাফটম্যানশিপ পাস হলে আবেদন করতে পারেন। মোট শূন্যপদ রয়েছে ১ টি, প্রার্থীদের বয়স হতে হবে ১৮-৩৯ বছরের মধ্যে।
Work Assistant :- মাধ্যমিক পাশ ও কম্পিটারে কাজ চালানোর মতো দক্ষতা ও ইংরেজি টাইপিংয়ে মিনিটে ২০ টি শব্দ তোলার গতি থাকলে আবেদন করতে পারেন। মোট শূন্যপদ রয়েছে ১ টি, প্রার্থীদের বয়স হতে হবে ১৮-৪০ বছরের মধ্যে।
উপরের সমস্ত পদের ক্ষেত্রেই SC,ST,PH ও OBC প্রার্থীরা যথাক্রমে ৫ বছর ও ৩ বছর বয়সে ছাড় পাবে।
আবেদন ফিঃ- জেনারেল ও ওবিসি প্রার্থীদের ২০০ টাকা বাকিদের ৫০ টাকা ও অতিরিক্ত ব্যাংক চার্জ অনলাইনে বা ব্যাংক চালানের মাধ্যমে জমা দিতে পারবেন।
আবেদনের তারিখঃ- আবেদন করতে ইচ্ছুক প্রার্থীরা অনলাইনে ১১/০১/২০২১ থেকে ১০/০২/২০২১ তারিখ পর্যন্ত অনলাইনে আবেদন করতে পারবেন।
ওয়েবসাইটঃ- https://www.mscwb.org
অন্যান্য চাকরির আপডেট পেতে ভিজিট করুন https://freesarkarijobalert.in