পশ্চিমবঙ্গ পুলিশে 1088 জন সাব-ইন্সপেক্টর ও লেডি সাব-ইন্সপেক্টর নেওয়ার বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। সরকার স্বীকৃত কোনো বিশ্ববিদ্যালয় থেকে ছেলেমেয়েরা গ্রাজুয়েট হয়ে থাকলে সাব-ইন্সপেক্টর ও লেডি সাব-ইন্সপেক্টর পদের জন্য আবেদন করতে পারেন।
West Bengal Police Sub-Inspector Recruitment 2021,
WBP Sub-Inspector & Lady Sub-Inspector Recruitment 2021
Notice for recruitment of Sub-Inspector and Lady Sub-Inspector in West Bengal Police-2021 , Recruitment to the Post of Sub-Inspector in West Bengal Police – 2021, WBP Police Sub-Inspector Recruitment ,WBP Sub-Inspector Previous Year Question Paper download, Online Apply Process for WBP Sub-Inspector recruitment 2021,
প্রার্থীদের অবশ্যই বাংলা ভাষা লিখতে, পড়তে ও জানতে হবে, তবে দার্জিলিং ও কালিম্পং জেলার পার্বত্য এলাকার প্রার্থীদের বেলায় বাংলা ভাষা জানা বাধ্যতামূলক নয়।
সব ক্ষেত্রে প্রার্থীদের বয়স হতে হবে 20-27 বছরের মধ্যে। তপশিলী জাতি ও উপজাতি প্রার্থীরা বয়সে ৫ বছর ও ওবিসি সম্প্রদায়ের প্রার্থীরা ৩ বছরের ছাড় পাবেন।
ছেলেদের বেলায় উচ্চতায় ১৬৭ সেমি ও বুকের ছাতি না ফুলিয়ে ৭৮ সেমি ও ফুলিয়ে ৮৩ সেমি ও ওজন হতে হবে অন্তত ৫৭ কেজি, তবে গোর্খা, গারওয়ালী, রাজবংশী সম্প্রদায়ের প্রার্থীরা বুকের ছাতি ২ সেমি ও উচ্চতায় ৭ সেমি ছাড় পাবেন।
অনলাইন আবেদন শুরু হয়েছে কিভাবে আবেদন করবেন জানতে দেখুনঃ-
অনলাইনে আবেদন করতে পারবেন আগামী ২০ ফেব্রুয়ারি ২০২১ পর্যন্ত।
আবেদন ফিঃ- SC/ST :- 20/- টাকা ও General & OBC:- 170/- টাকা।
Apply Link :- http://wbprb.applythrunet.co.in/